DV-2013 এ অযোগ্য হল বাংলাদেশ সহ আরো ১৯ টি দেশ
প্রতি বছরই ইউনাইটেড ষ্টেট অব এমেরিকাতে লটারিরি মাধ্যমে বাইরের দেশ থেকে লোক নিয়ে থাকে ডাইভার্সিটি ভিসার লটারির মাধ্যমে। ২০১২ পর্যন্ত বাংলাদেশ ও প্রচুর বাংলাদেশিকে লটারির মাধ্যমে পাঠিয়েছে। কিন্তু ডিভি এর নিয়ম অনুযায়ি পূর্বের ৫ বছরে যদি ৫০,০০০ লোক গিয়ে থাকে তবে পরবর্তী বছর সেই দেশ ডিভি এপ্লাই করতে পারবেনা যা খুব স্পষ্ট করেই ডিভির নিয়মাবলি ও উইকিপিডিয়াতে লেখা আছে।
১৯৯৫ সালে শুরু হওয়া প্রথম ডিভি প্রোগ্রামেই ১৩ টি স্বনির্ভর দেশ ডিভি তে বাদ ছিলো যারা হলঃ
Canada, China (mainland), Dominican Republic, El Salvador, Haiti, India, Jamaica, Mexico, Philippines, South Korea, Taiwan, United Kingdom (Northern Ireland ছাড়া) এবং এর স্বনির্ভর রজ্য গুলো এবং Vietnam
আর ২০১৩ তে অযোগ্য হিসেবে বাংলাদেশ সহ আরো যারা আছে
BANGLADESH, BRAZIL, CANADA, CHINA (mainland-born), COLOMBIA, DOMINICAN REPUBLIC, ECUADOR, EL SALVADOR, GUATEMALA, HAITI, INDIA, JAMAICA, MEXICO, PAKISTAN, PERU, PHILIPPINES, SOUTH KOREA, UNITED KINGDOM (Northern Ireland ছাড়া) এবং এর স্বনির্ভর রজ্য গুলো এবংVIETNAM.
তাহলে এবার ডিভি নিয়ে সতর্ক হয়ে যান যে ২০১৩ সালের জন্য কোন ডিভি এপ্লাই হচ্ছেনা
তথ্যসূত্রঃ বিডি নিউজস ডিভি উইকিপিডিয়া
আসলে বেপারটি খুবি খারাপ
ঠিক হইছে ….
বারাক বোমা ভয় পাইছে 😛
বাংলাদেশ বলে কথা 😛
ভয়তো পাবেই, সেও তো মানুষ নাকি 😛