স্কাইপিঃ ক্রিষ্টাল ক্লিয়ার সাউন্ড ভিডিও ও কনফারেন্স কলের অনন্য সমাধান
Skype, চ্যাট করা কিংবা কথা বলা (পিসি থেকে পিসিতে) এমনকি ব্যালেন্স থাকলে সেলফোনেও কল বা ম্যাসেজ দেওয়া ইত্যাদি গুরুত্বপূর্ন কাজের একটি সমাধানমূলক সফটওয়ার। এর মাধ্যমে ভিডিও কল থেকে শুরু করে কনফারেন্স পর্যন্ত করা যায়, যা আজ-কাল খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এই ফ্রিওয়্যার সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে যার সাথেই চ্যাট বা কথা বলতে চান তার পিসিতে বা মোবাইলে ইনষ্টল করা থাকতে হবে।
সবচেয়ে বড় যে ব্যপার গুলো ইন্টারনেট ব্যবহার করে কল করার ক্ষেত্রে খেয়াল রাখা হয় বা রাখা উচিত সেগুলো হল
১. ভয়েস কোয়ালিটি
২. ভিডিও কোয়ালিটি
৩. নিরবিচ্ছিন্ন সংযোগ
৪. কনফারেন্স ইত্যাদি, ইত্যাদি…
এর সব কিছুই স্কাইপিতে বিদ্যমান।
সবচেয়ে গুরুত্বপুর্ন ব্যাপার হল এটা অফ-লাইন ইনষ্টলার, যার ডাউনলোডের মাধ্যমে আপনি নেট কানেকশান ছাড়াও ইহা ইনষ্টল করতে পারবেন। আর নতুন করে যুক্ত হয়েছে ইন্টিগ্রেটেড ফেসবুকিং সার্ভিস 🙂
তো এবার পিসির জন্য স্কাইপি ডাউনলোডের পালা
http://bn.luckyfm.info/wp-content/uploads/2011/08/স্কাইপি-pb-bn.luckyfm.info_.jpg” alt=”2010-10-14_041245″ width=”316″ height=”297″ />নতুনদের জন্য বিশেষ দ্রষ্টব্যঃ অনেকে হয়ত ডাউনলোডের পর RAR ফরমেটের ফাইল পেয়ে কিভাবে কি করবেন বুঝতে পারছেননা। তাদের জন্য আমার এই আপডেট। শুধু নিচের WinRar 3.93 Full Version ডাউনলোড করে ইনশটল করে নিন, ব্যস আপনার কাজ শেষ।
7ZIP ডাউনলোড লিঙ্ক
আর যারা মোবাইলে ইউজ করতে চান তারা মোবাইলে নেট এক্টিভেট করে তারপর এই লিঙ্ক অনুসরন করুন।
পোষ্টটি ভাল লাগলে ফেসবুকে করতে ভুলবেননা যেন।
Skype অফলাইন ইন্সটলার এটাই মনে মনে খুজছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ
Fine thes servis
Skype অফলাইন ইন্সটলার এটাই মনে মনে খুজছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ।