সমস্যা-সমাধানঃ মুক্তি পান আনরেসপন্সিভ স্ক্রীপ্ট ওয়ার্নিং(“Warning: Unresponsive script”) থেকে
মজিলার ফায়ার ফক্স ইউজাররা ওয়েব সার্ফিং করার সময় কিছু সমস্যায় পরে থাকেন তার মধ্যে কমন একটি হল অকার্যকর স্ক্রিপ্ট(Unresponsive script) সমস্যা। তাই আজকের এই পোষ্টে ফায়ারফক্স প্রেমীদের জন্য সমস্যাটির সমাধান নিয়ে হাজির হলাম। তাহলে নিচে চোখ বুলানো যাক।
সমস্যাঃ
“A script on this page may be busy, or it may have stopped responding. You can stop the script now, or you can continue to see if the script will complete.”
এখানে যে ওয়ার্নিং দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে যে, একটি স্ক্রীপ্ট অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে এবং এমনকি এটা ফায়ারফক্সকে হ্যাং করতে পারে যদি কিছুই না করা হয়। এই স্ক্রীপ্টটি হতে পারে বর্তমানে সচল ওয়েবসাইট এর কোনকিছু বা এমন কোন এডন কিংবা ফায়ারফক্স নিজেই।
সমাধানঃ
এর বেশ কয়েকটি সমাধান হতে পারে। যেমনঃ
১. YesScript(ইয়েসস্ক্রীপ্ট) স্ক্রীপ্ট অনেকক্ষন চলতে দিয়ে
২. এডঅন ব্যবহার করে
স্ক্রীপ্ট অনেকক্ষন চলতে দিয়েঃ
প্রথমে বলে রাখা ভাল, ওয়ার্নিং ডায়ালগ বক্সে যদি Continue
১. ফায়ারফক্সে একটি ট্যাব খুলে about:config লিখে Enter চাপুন।
২. I’ll be careful, I promise! চেপে এগিয়ে যান।
৩. সার্চ বক্সে dom.max_script_run_time লিখুন এবং প্রাপ্ত ফলাফলে ডাবল ক্লিক করুন
৪. Enter integer value তে ২০ টাইপ করুন
৫. OK চাপুন।
এখন আর আপনার ওই ধরনের ওয়ার্নিং ডায়ালগ বক্স পাবার কথা নয়, কারন আমরা একে সর্বোচ্চ সময় চলতে বলা হয়েছে।
আপনি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইলে অর্থাৎ ডায়ালগ বক্স পেতে চাইলে
উপরের তিন নাম্বারের গিয়ে Reset করে দিন।
বিশেষ ওয়েবসাইটে সমস্যার ক্ষেত্রে এডঅন ব্যবহার করে সমাধানঃ
ওয়ার্নিং ডায়ালগ বক্স বিশেষ কোন সমস্যা হলে আপনি ঐ স্ক্রীপ্ত ব্লক করে রাখতে পারেন, কারন অনেক সাইট এই ডিজেবল অবস্থায় ও ভাল কাজ করে 🙂
১. এডনটি ইনষ্টল করে নিন।
২. টুলস এ গিয়ে এড-অন্স এ যান
৩. অপশানে ক্লিক করুন
৪. YesScript Blacklist ডায়ালগ এ আপনি যে সাইটের লিঙ্ক দিন যে সাইটে সমস্যা করে।
৫. এরপর Add ক্লিক করুন।
এখন আর unresponsive script ওয়ার্নিং দেখাবেনা 🙂
এছাড়াও আরো কিছু কারনেও এই সমস্যা হতে পারে। বিস্তারিত দেখতে পারেন মজিলার সাপোর্টে
ভাই দুইটা সিস্টেমের একটাও কাজ করলোনা ।
এখন কি করবো ।
===================================
১. ফায়ারফক্সে একটি ট্যাব খুলে about:config লিখে Enter চাপুন।
২. I’ll be careful, I promise! চেপে এগিয়ে যান।
৩. সার্চ বক্সে dom.max_script_run_time লিখুন এবং প্রাপ্ত ফলাফলে ডাবল ক্লিক করুন
৪. Enter integer value তে ২০ টাইপ করুন
৫. OK চাপুন।
=========================================
“ভাইয়ে এই কাম ডা করলাম 🙂 কাম হইলে আর কি লাগে!! যদি কাম হয় তাইলে থ্যাংকস না হলে 🙁 ………….. 😉