লিখতে ভালোবাসি!!
ব্লগ কিংবা স্পেসিফিকালি বললে টেক ব্লগের সাথে পরিচয় ২০০৮/০৯ এ। শুরুটা টেকটিউন্স। তখন টেক ব্লগ বলতে সামহোয়ারন এর একটা ক্যাটাগরীর বাইরে টেকটিউনস ই ছিলো একমাত্র জনপ্রিয় টেক কমিউনিটি।
তখন শুধু ব্লগ পড়তাম। টেক যেহেতু পছন্দের বিষয় ছিলো টেক কন্টেন্ট নিয়েই থাকতাম। বাংলা কন্টেন্ট বলতে তেমন কিছু ছিলোই খুব কম। সেই জেনারেশনের টেক সেনশেসনদের দেখতাম (লেখা পড়তাম) আর গিলতাম (লিটারেলি)। এত ভালো লাগতো যে দিনের অধিকাংশ সময়ই কমিউনিটিতে কাটাতাম।
একটা কন্টেন্ট ও চোখের আড়াল হতো কিনা সন্দেহ। এরপর অবচেতন মনে লেখার আগ্রহ হলো ৬/৮ মাস পর। যেহেতু ইংরেজী আর্টিকেল বেশি পড়তাম সাথে বাংলা তাই লেখার খোরাকের অভাব ছিলোনা। ৫০/১০০ আর্টিকেল পড়লে নিজের মতো করে ১ টা কন্টেন্ট তো লেখাই যায় তাই না!!
সেই শুরু, আজ অবধি থেমে থেমে লিখে যাচ্ছি। এই থামাটা কখনো কয়েক মিনিটের, কখনো কয়েক সপ্তাহ, কখনো বা বছর!!
তবে বিরতি যাই থাকুক, কর্ম ও যেখানেই হোক, সবসময়ই একটা পরিচয় সগৌরবে দিতাম,
আমি ব্লগার
ব্লগ লেখার প্রতি ভালোবাসা থেকেই ১১ থেকে শুরু লাকিএফ ডট ইনফো’র। আজ অবধি আছে। সময়ের সাথে হয়তো ফরমেশন পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যক্তি লাকিএফএম (আমি) আমার ভেতর থেকে এখনো ব্লগিংটাকে খুব ভালোবাসি।
হ্যা এটা ঠিক সময়ের সাথে সাথে আর্টিকেল থেকে, স্ক্রীনশট, এর পর ভিডিও ভ্লগিং এসে গেছে, ছিলো পডকাস্টিং। যুক্ত হয়েছি অনেক পরিবর্তনের সাথেই, তবে এখনো লিখতে ভালোবাসি। (এই যে দেখুন না স্মৃতিচারন করতে গিয়েও প্রায় ২০০+ শব্দ লিখে ফেলেচি অবলিলায়)
লিখার কথায় মনে পড়লো এখন তো আমরা অনেকেই লিখি। কেউ টুইটারে, কেউই ফেসবুক, কেউবা ভিন্ন প্লাটফর্মে। তবে নিজের ডাইরিতে, ব্লগের আদলে ব্লগ লেখার কথাতো ভিন্ন আমেজ (একমাত্র সেই ফিল করবেন, যিনি লিখতে ভালোবাসেন)।
এই সুদীর্ঘ ৮/১০ বছরের ব্লগিং জীবনে অনেক শুভাকাংখীকেই অনলাইন থেকে বাস্তব জীবনে বন্ধু বানিয়ে নিয়েছি, যার মধ্যে নাম বললেও অসংখ্য হবে।
তারপরো আমি বেশ কয়েকটি র্যান্ডম নাম বলতেই চাইবো, সোহান ভাই (টিনটিন), বিল্লাহ মামুন, ফাহিম, আরিফুল পলাশ, জাকির হোসেন, আল আমিন কবির, তুসিন আহমেদ, তুহিন ভাই, আশিকুর রলিন, মাঞ্জুরুল হক, শাকিল আরেফিন, ইমতিয়াজ,সাইফুল, সাকিল মাহমুদ, আরিফুল ইসলাম শাওন, রুবেল, মেহেদি, বিপুল ভাই, তাহের ভাই, শামীম ভাই সহ আরো অনেকেই। এদের সবাই কম বেশি নিজ নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত (মাশাআল্লাহ)।
যাইহোক টাইটেল টা খুজে পাচ্ছিলাম না কি দিবো, ইতিমধ্যে পেয়েও গেছি 🙂
লিখতে ভালোবাসি
যাইহোক আজকে নিজ ব্লগে লিখছি প্রায় ৩৬৫ দিন বা ১২ মাস পর। কিবোর্ডে হাত বসেই গর গর করে ৩৫০+ শব্দ লিখে ফেলেছি শুধু মাত্র রাইটার্স ব্লগ কাটাতে। যাক লেখাটা ভুলে যাই নি তাহলে?
কি বলেন??
এখন থেকে টুকটাক চিরকুটের মতো করে লিখার চেষ্টা করবো প্রতিদিন। দোয়ায় রাখবেন