মাইক্রোসফট এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল হ্যাকড
কম্পিউটার জায়ান্ট মাইক্রোসফট এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/microsoft ২৩ এ অক্টোবার হ্যাকিং এর স্বীকার হয় যেখানে রয়েছে প্রায় ২৪,০০০(চব্বিশ হাজার) এর ও বেশি সাবস্ক্রাইবার। হ্যাকিং এর পর সেখান থেকে সব ভিডিও ডিলেট করে দেওয়া হয়েছিল।
এবং হ্যাকাররা নিজেদের ৪-৫ টি ভিডিও আপলোড করে। এই ব্লগ পোষ্ট লেখা পর্যন্ত চ্যানেলটি রিকভার করা হয়।
সূত্রঃ ম্যাশেবল
কি আর বলব। তারা যে কি করে এগুলো করে