ফেসবুক টুইটারে শিডিউল ষ্ট্যাটাস হালনাগাদ
ব্যস্ত সময়ের এই যুগে যারা সময়ের অভাবে ঠিক ভাবে সামাজিক যোগাযোগ এর সাইট যেমন ফেসবুক টুইটার এ স্ট্যাটাস আপডেট করতে পারেননা কিংবা ধরুন কোন এক ওকেশানে আপনি নেটে উপস্থিত থাকতে পারবেননা, কিন্তু আপনি সকলকে কোন না কোন ব্যাপারে জানাতে চান বা চাইবেন, কিংবা ডেইলি কোন একটা নির্দিষ্ট সময়ে আপনি সকলকে উইশ করতে চান সময়ের অভাবে বা অন্য কারনে তা হয়ে উঠেনা তখনই আমাদের মোবাইলের সেন্ড ম্যাসেজ লেটার এর মত আপনার এই শিডিউল ষ্ট্যাটাস আপডেটারের প্রয়োজন পড়তে পারে। এই ব্যপারটি আমার ক্ষেত্রে তো পড়েছে বটে, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করতে বসে পড়লাম।
তো চলুন এই শিডিউল ষ্ট্যাটাস আপডেটার এর মাধ্যমে কি কি করা যায় তা পয়েন্ট আকারে জেনে নিই
* সময় সেট করে ফেইসবুক + টুইটারের ষ্ট্যাটাস আপডেট
* সকল ম্যাসেজ ১৪০ শব্দাবলির মধ্যে সীমিত হতে হবে
* একই ম্যাসেজ সেট করে ডেইলি/উইকলি/মান্থলি আপডেট করা যাবে
* ম্যাসেজ সেট করার পর তা এডিট বা মুছে ফেলা যাবে
* যত খুশি তত ষ্ট্যাটাস শিডিউল করে সেট করা যাবে
** তবে কেউ যদি ইউআরএল শেয়ার করতে চান তাহলে গুগল ইউআরএল ইউজ করতে পারেন, তাতে অক্ষর বাচবে
নিম্নে স্ক্রীণশট সহ ব্যবহার পদ্ধতিটাও দেখিয়ে দেওয়া হল
০১. প্রথমে LaterBro এ প্রবেশ করুন
০২. আপনার পছন্দের সোশায়াল মিডিয়াটি (ফেসবুক/টুইটার) নির্বাচন করুন, আমরা ফেসবুক ধরে আগালাম
০৩. এরপর পপ আপ মেনুর সাহায্যে ফেসবুকের এক্সেস চাইবে, এলাউ দিয়ে এগিয়ে যান।
০৪. টাইম জোন নির্বাচন করে এগিয়ে যান..
০৫. এবার আপনার কাঙ্খিত ষ্ট্যাটাস বা উইশটি বক্সে লিখে দিন। এই বক্সটির নিচেই টাইম ডেত সব কিছুই পাবেন, ইচ্ছে/ প্রয়োজন্মত সিলেক্ট করুন।
টেষ্টিং সাক্সেসফুল শিডিউল আপডেট টি দেখুন ফেসবুকে 🙂 আমি সফল হয়েছি, এবার আপনার পালা 🙂
সবশেষে লগ আউট করতে ভূলবেননা যেন
thanks to you………