ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ গিফট পাঠালো আমাকে ;)
ফেসবুকের প্রতিষ্টাতা মার্কজুকারবার্গকে কে না চেনে? অন্তত ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই চিনেন সেটাতো বলা যায়। সেই জুকারবার্গই আমাকে দারুন একটি ইউনিক গিফট পাঠিয়েছেন :D…..
কি অবাক হচ্ছেন ?? যে মার্ক জুকারবার্গ আমাকেই কেন গিফট পাঠালো ?? তাও যেন তেন গিফট নয় একেবারে এপলের আইফোন তাও লেটেষ্ট ভার্শন 🙂 আচ্ছা ব্যাপারটা একেবারে খুলেই বলি।
বরাবরের মতই শুক্রবার সকালে অন্যান্য কাজের পাশাপাশি আমার মেইল চেক করতে যাই। তা হটাৎ খেয়াল করি যে সাব্জেক্ট নেম এ মার্ক জুকারবার্গ :O আমি তো অবাক 😛 এত ধন্যাড্য ব্যক্তি আমাকে মেইল করলো কেনো?? অতী আগ্রহের সহীত মেইল পড়েতো আমি আরো হতবাগ সে আমাকে দারুন একটি গিফট পাঠিয়েছে, বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন
ওহ হো বলতেই ভুলে গেসি ওটা এসেছিলো আমার স্প্যম বক্সে এবার বুঝুন মার্ককেও স্প্যাম বক্সে রাখি 😉 😛
ব্যাপক মজা শুক্রবারের টেক ফানে
হয়তো আপনাকে ও মার্ক গিফটটি পাঠিয়েছে 😛
খুব হাসি। হাসতে হাসেত অবস্থা যায় যায়।
মিয়া ভাই গিফট পাইলেন পার্টি কবে দিবেন!!!
=)) =))
Amar daily 20+ spam mail ase.
হাঁসতে হাঁসতে পেট বেথা করতাছে 😛
হাহ হাহ
ভাই ঘটনা কি সত্যি। আপনি কি আইফোন পাইছিলেন? নাকি ভুয়া। যাই হোক জানাইয়েন।
ভাই ক্যাটাগরিটা মনে হয় খেয়াল করেন নাই 😛
এটা ছিলো টেক ফান বিভাগের পোষ্ট
বাকীটা বুঝে নেন 🙂
ভাই এটা একটা কমন স্পাম। আপনাকে দিয়ে একটা সারভেয় করে নিয়েছে। আপনি যদি প্রমান চান তো আপনার ইমেইল অ্যাকাউন্ট টা আমাকে দেন । আমি ওই একি ইমেইল থেকে ১০০ টা স্পাম আপনার স্পাম বক্সে পাঠাচ্ছি।
আমার একটা ওয়ার্ক মেইলবক্স আছে যেটা শুধু মানুষকে দেই, কোন ওয়েব সাইটে লিখিনা। প্রায় ৬-৭ মাস পর গতকাল প্রথমবারের মত স্প্যামের শুভ আগমন ঘটল। দুঃক্ষের বিষয়, ফিল্টার হয়নি। 🙁
চিন্তার বিষয়
কি কইতাম তুই ক, হাসি এসেও থেমে যায়,,,,,,,,,,,,,,,,,,,
থেমে গেলে লাফিং গ্যাস ইউজ কর
নাহলে সমস্যা বাড়তে ই থাকবে 😉
আমি তো এ পর্যন্ত না হলেও পাঁচ হাজার কোটি ডলার জিতেছি মেইল লটারিতে…।। হে হে হে !!
ভাই ডলারের হিসেব না হয় নাই করি
দৈনিক কত ডলার আসে যায় স্প্যাম বক্সে 😛
আমারে স্প্যামও পাঠায় না। আপ্নে ভাগ্যবান 😛
😛