ফাইলসনিক বন্ধ করলো পাবলিক ফাইল শেয়ারিং, আপলোডেড ব্লক হলো ইউএস এর জন্য
মেগাপলোডের ধবসের পর এবার শাটার নামাল ফাইলসনিক আর আপলোডেড ডট টু ব্লক করলো ইউএস আইপি। বুঝাই যাচ্ছে মেগাপলোডের প্রতিষ্টাতা ও কর্মচারী গ্রেপতার এবং বিপুল পরিমান মালামাল আটকের পর সবাই নড়ে চড়ে বসছেন। আর এরই ধারাবাহিকতায় কোন নোটিশ ছাড়াই পাবলিক ফাইল শেয়ারিং সাইটদ্বয় এই পদক্ষেপ নেয়, যদিও অফিশিয়ালিকেউ কিছুই বলেনি।

গেল শুক্রবারই(রোজ ২০ই জানুয়ারি) ইন্টারনেট জগতের সবচেয়ে আলোচিত খবর ছিলো ‘ মেগাআপলোড বন্ধ: পাইরেসির দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠাতা’ যা এমেরিকান কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে বন্ধ করা হয় এর ঠিক দুই দিন পেরুতে না পেরুতেই আজকের তাজা খবরে উঠে এল ফাইলসনিক ও আপলোডেড ডট টু এবং সময় থাকতেই লেজ গুটালো।
ফাইলসনিকের ফেসবুক পেজ এখন উধাউ এবং তাদের সাইটে গিয়ে দেখা যায়
“All sharing functionality on FileSonic is now disabled. Our service can only be used to upload and retrieve files that you have uploaded personally”
অনেকের মতে অনেক ফাইল ও ডিলেট করে দেওয়া হয়েছে
আপডেট হচ্ছে
হায় হায় এটা কি করলো
ভালই একটা বাঁশ দিল 🙁 বায়ার এর সাইটে কিছু ভিডিও এর লিঙ্ক বসানোর কথা ছিল । প্রায় ৪০০ জিবি এর মতো আমি সব লিঙ্ক খুজে বের করে রাখছি 🙁 সবই ছিল ফিইলসনিক এ 🙁 এখন বসানোর সময় দেখি এই অবস্থা 🙁 আমার কম করে হলেও $50 বাঁশ 🙁 ভাবতেছি আজকে একটা ভাল সময় ঠিক করে কিছূক্ষণ কাঁদব ।